![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F0ecf7067-d7c9-4778-946d-6ab4364b034e%252Feditorial_2.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত বুধবার ঢাকার আবদুল্লাহপুর বেড়িবাঁধ রোডে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাঁরা সিআইডির ভাষ্য অনুযায়ী ‘মলম পার্টির’ সদস্য। তাঁরা চেতনানাশক মলম ব্যবহার করে ওই পথে চলাচলকারী বাসগুলোতে যাত্রীদের টাকাপয়সা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিতেন।