বেলুচিস্তান ও সিন্ধে সামরিক নির্যাতন বাড়ছেই
বিশ্বে জঙ্গি অর্থায়ন তদন্তের জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স টাস্কফোর্স (এফআইটিএফ) সম্প্রতি তাদের বৈঠকে পাকিস্তানকে ধূসর তালিকামুক্ত না করে তা আরোও বাড়িয়ে দিয়েছে। সংস্থার দায়িত্ব কোন কোন দেশ জঙ্গিদের অর্থ দিয়ে সাহায্য করছে, তা নির্ধারণ করে সেসব দেশের বিরুদ্ধে বিভিন্ন বর্ণের তালিকা প্রণয়ন, যার মধ্যে কঠোরতম হচ্ছে কালো তালিকা। এই তালিকাভুক্তির মারাত্মক প্রতিক্রিয়া হলো এই যে এর ফলে তালিকাভুক্ত দেশের পক্ষে আন্তর্জাতিক সংস্থাসমূহ থেকে ঋণ পাওয়া কঠিন বা অসম্ভব হয়ে পড়ে।