![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F640x0x1%2Fuploads%2Fmedia%2F2021%2F02%2F12%2Fa6341eba15921fd3501f2e7da6ee926a-60265ced29832.jpg)
ভর্তি পদ্ধতির সাতকাহন
একটি দেশের অগ্রগতির জন্য উচ্চশিক্ষায় বিনিয়োগ এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলোতে যথাযথ গুরুত্ব প্রদান খুবই জরুরি কারণ একটা দেশ যখন উচ্চশিক্ষায় এগিয়ে যায় তখন তারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ায়। বাংলাদেশে উচ্চশিক্ষার বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় ১৯৪৭ সালের পূর্বে এই বঙ্গীয় ব-দ্বীপে একটিমাত্র বিশ্ববিদ্যালয় ছিল। সেটা হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তান শাসনামলের দীর্ঘ ২৪ বছরে তৎকালীন পূর্বপাকিস্তানে মাত্র ৬ টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।