মিয়ানমারের সেনাদের ৫ টেলিভিশন চ্যানেল অপসারণ করলো ইউটিউব
মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত পাঁচটি টেলিভিশন চ্যানেলকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা হয়েছে। একটি বিবৃতিতে ইউটিউবের পক্ষ থেকে এমনটি বলা হয়। এ নিয়ে ইউটিউবের মুখপাত্র রয়টার্সকে বলেন, আমরা বেশ কয়েকটি চ্যানেলকে অপসারণ করেছি । পাশাপাশি বেশ কিছু ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। এগুলো আমাদের আইন এবং কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী।
ইউটিউব এমন সময় এই চ্যানেলগুলো অপসারণ করলো যখন সেনাবিরোধী আন্দোলনে উত্তাল দেশটিতে। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার একদিনেই মিয়ানমারে ৩৮ জনের বেশি মানুষ নিহজত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত নেত্রী অং সান সুচিসহ তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.