You have reached your daily news limit

Please log in to continue


শিশু উন্নয়ন কেন্দ্রের দুর্দশা

যশোরের পুলেরহাটে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের দুর্দশা নিয়ে বৃহস্পতিবারের প্রথম আলোয় আবারও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, গত বছরের ১৩ আগস্ট কেন্দ্রটিতে তিনজন শিশুকে পিটিয়ে হত্যা এবং ১৫ জনকে আহত করার অভিযোগ ওঠার পর যশোর জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিশন শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন আনার সুপারিশসহ প্রতিবেদন পেশ করার ছয় মাস পরেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই ছয় মাসে ওই শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচজন শিশু আত্মহত্যার চেষ্টা করে; কেন্দ্রের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায় আট শিশু। এ থেকে স্পষ্ট বোঝা যায়, কেন্দ্রটির ব্যবস্থাপনায় কোনো ইতিবাচক উন্নয়ন ঘটেনি। আসলে সেখানকার অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং শিশুদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নিবর্তনমূলক আচরণ মোটেও তাদের সংশোধন ও উন্নয়নের অনুকূল নয়। কেন্দ্রটিতে মোট ১৫০ জন থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে বর্তমান রাখা হয়েছে ৩৩৬ জনকে। তাদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার পর্যন্ত সুযোগ নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন