You have reached your daily news limit

Please log in to continue


কয়েদি নেই, আছে গরু-ছাগল

সাধারণত অপরাধীদের পাঠানো হয় কারাগারে। যেন নিজেকে সংশোধন করতে পারেন। কারাগার মানেই শাস্তিমূলকভাবে বন্দি করে রাখা। তবে কুষ্টিয়ার খোকসা উপজেলায় উপকারাগারে নেই কোনো অপরাধী কিংবা কয়েদি। এখানে রয়েছে গরু আর ছাগল। প্রায় ১২ দশমিক ২ একর জমির ওপর আশির দশকে অত্যন্ত সুরম্য প্রাচীর দিয়ে এ উপকারাগারটি নির্মাণ করা হয়। নির্মাণের ৪০ বছরেও নিবাস হিসেবে কোনো কয়েদির দেখা পায়নি। কারাগারটি দীর্ঘদিন অরক্ষিত থাকলেও ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠিতে বর্তমানে এটির নিয়ন্ত্রণ করছে জেলা সমাজসেবা কার্যালয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন