ক্যারিয়ারের সেরা সময় চলছে রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু, বল হাতে বাজিমাত করে চলেছেন ইংল্যান্ড সিরিজেও। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন ৪০০ উইকেটের মাইলস্টোন পেরিয়েছেন অশ্বিন। সেই কীর্তির রেশ কাটতে না কাটতেই আইসিসি টেস্ট বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি।
৮২৩ রেটিং পয়েন্ট নিয়ে একদম চার ধাপ লাফিয়েছেন অশ্বিন। সামনে শুধুমাত্র প্যাট কামিন্স এবং নিল ওয়্যাগনার। ইংল্যান্ড সিরিজে তিন টেস্টে ২৪ উইকেট নিয়ে এক নম্বরে আছেন অশ্বিন। গড় বিস্ময়কর ১৫.৭১ অর্থাৎ প্রায় প্রতি ১৬ বল অন্তর উইকেট পেয়েছেন তিনি। এই সাফল্যতেই সম্মান দিল আইসিসি। এদিকে, তিন ধাপ নেমে ষষ্ঠ স্থান দখল করলেন জেমস অ্যান্ডারসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.