মানিকগঞ্জ সদর উপজেলার পৌলি এলাকায় রাকিব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাকিল আহমেদ মিঠুকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো রাকিব। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিঠু মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলি গ্রামের মোন্নাফ হোসেনের ছেলে।