নির্বাচনের জন্য তিন মাস পেছাচ্ছে এসএসসি পরীক্ষা

দেশ রূপান্তর প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫২

আগামী বছর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। পরীক্ষাটি আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে কিংবা মে মাসের শুরুর দিকে শুরু হতে পারে বলে জানা গেছে।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা যায়, এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সংশ্লিষ্ট সবকিছু চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হয়। তবে আগামী বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় এবং নির্বাচনে বিভিন্ন বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় ঐ সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এই কারণেই পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও