মৌসুমী ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদ, টার্গেট চরাঞ্চলের কৃষক
রংপুর চরাঞ্চলের দরিদ্র কৃষকদের টার্গেট করে প্রতারণার ফাঁদ পেতেছে মৌসুমী ব্যবসায়ীরা। তারা কখনো কৃষক আবার কখনো রফতানিকারক সেজে নামমাত্র মূল্যে জমি লিজ নিয়ে আলু চাষ করছে। এতে রংপুর অঞ্চলে উৎপাদিত আলুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র কৃষকরা। এ অঞ্চলে উৎপাদিত আলু রফতানিতে সরকারের দেয়া ২০ শতাংশ ভর্তুকি হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগী এসব প্রতারক।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় আগাম আলু উঠেছে। সরকারিভাবে আলুর উৎপাদন খরচ কেজিতে ৮ টাকা নির্ধারণ করা হলেও সিঙ্গাপুর-মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠাতে রংপুরের গ্রামগঞ্জ থেকে বাছাই করে ভালো আলু ৭-৮ টাকা কেজিতে কিনে স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা প্যাকেটজাত করে দিচ্ছেন ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের হাতে। ১৫ টন আলু বিক্রি করে আড়াই থেকে তিন হাজার টাকা লাভ করছে পাইকাররা।