You have reached your daily news limit

Please log in to continue


অশ্বিনের ৪০০ টেস্ট উইকেট, কী বললেন স্ত্রী?

দুই দিনেই শেষ মোতেরা টেস্ট। স্পিনারদের দাপট দেখা যাচ্ছিল প্রথম দিন থেকেই। নরেন্দ্র মোদীর নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামে ভারত প্রথম ম্যাচ যেমন জিতল, তেমনই রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ৪০০টি টেস্ট উইকেট নিলেন তিনি। সমর্থকদের মতোই উচ্ছ্বসিত অশ্বিন-পত্নী প্রিথি। কী বললেন তিনি স্বামীর বিশেষ দিনে? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৭ উইকেট পেলেন অশ্বিন। তবে দ্বিতীয় ইনিংসে জফ্রা আর্চারকে এলবিডবলুটাই বোধ হয় মনে রেখে দেবেন তিনি। আর্চারই ভারতীয় স্পিনারের টেস্টে ৪০০ তম শিকার। প্রিথি টুইট করে লেখেন, ‘আর্চার ওর ৪০০ তম শিকার। জয়’। ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিনই সব চেয়ে কম ম্যাচ খেলে ৪০০ উইকেট নিলেন। মাত্র ৭৭টি টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। বিশ্বে এই তালিকায় অশ্বিন দ্বিতীয়। প্রথম স্থানে থাকা মুথাইয়া মুরলীধরন নিয়েছিলেন ৭২টি ম্যাচ। সেই রেকর্ড অক্ষত রয়ে গেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন