কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চ্যালেঞ্জের মুখে বাইডেনের করোনা রিলিফ প্যাকেজ

ইত্তেফাক আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৫

দায়িত্ব গ্রহণের আগেই করোনা মহামারির কারণে দুর্বল হওয়া অর্থনীতি পুনরুদ্ধারে ১ লাখ ৯০ হাজার কোটি মার্কিন ডলারের একটি রিলিফ প্যাকেজের পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার এই প্যাকেজ আটকাতে একজোট হচ্ছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রেসিডেন্টের রিলিফ প্যাকেজ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কোনো একজন ডেমোক্র্যাট সিনেটর এই প্যাকেজের বিরুদ্ধে গেলে আটকে যাবে এই পরিকল্পনা।

করোনার কারণে আর্থিক সংকটে থাকা মার্কিন নাগরিকদের ব্যাপক সমর্থন রয়েছে এই রিলিফ প্যাকেজের বিষয়ে। কারণ এটি পাশ হলে মার্কিন পরিবারগুলো এককালীন ১ হাজার ৪০০ ডলার করে পাবেন। এ খাতে বরাদ্দ হবে ১ লাখ কোটি ডলার। এছাড়া করোনা মহামারি মোকাবিলায় ৪১ হাজার ৫০০ কোটি ডলার এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে ৪৪ হাজার কোটি ডলার। নতুন বাইডেন প্রশাসনের জন্য এই পরিকল্পনাকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও