নির্দিষ্ট বাজেটে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সমাপ্তের তাগিদ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রকল্পগুলোর কাজ বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা এবং দফায় দফায় মেয়াদ ও অর্থ বরাদ্দ বাড়ানোর বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট বাজেট ও নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, রওশন আরা মান্নান ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।