১৩ লাখ টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ১৩ লাখ টাকা ঘুষের বিনিময়ে ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তি রেজিস্ট্রারের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। এ নিয়ে একটি ভিডিও ফুটেজ পেয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব আমিনুর রহমান।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কম্পিউটার অপারেটর শেরেজামান সম্রাট, সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ এবং মাস্টাররোল কর্মচারী গুলশান আহমেদ।