কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষার্থী–গ্রামবাসী, কেউ কারও শত্রু নয়

প্রথম আলো জোবাইদা নাসরীন প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০

কোভিড-১৯–এর ছোবল থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে গত বছরের ১৭ মার্চ বাংলাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। তখন বিশ্ববিদ্যালয়ের হলগুলোও ছেড়ে চলে যেতে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকলেও নানা কারণে মাঝেমধ্যেই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবারও উত্তপ্ত। এই বিশ্ববিদ্যালয়ের পাশের গেরুয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে ১৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সংঘাতের পর এখনো উত্তপ্ত ক্যাম্পাস।

গেরুয়া গ্রামবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ–মারামারিতে ৩৫ জন শিক্ষার্থী আহত হয় এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের গেট ভেঙে অনেক শিক্ষার্থী হলে অবস্থান নেয়। শিক্ষার্থীদের ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ওপর হামলাকারী অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও