 
                    
                    ঝিনাইদহে করোনা টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে
ঝিনাইদহের করোনা টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। ভয়ভীতি কাটিয়ে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসছেন নানা শ্রেণি-পেশার মানুষ। টিকা গ্রহণকারীরা সকাল থেকে এসে কেন্দ্রগুলোতে ভিড় করছেন।
সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেবা সহজীকরণ করতে টিকাদান কেন্দ্রতেই ফ্রি রেজিস্ট্রেশন করা হচ্ছে। গ্রহণকারীরা ভোটার আইডি কার্ড ও একটি সচল মোবাইল নম্বর নিয়ে রেজিস্ট্রেশন বুথে যাচ্ছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                