৫২শ’ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ যশোরে

সময় টিভি যশোর প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৮

ভাষা শহীদদের স্মরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ হাজার দুইশ’ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় চাঁদের হাট যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জ্বলন করেন স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে যশোরের সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে বিকাল ৫টা থেকে শহীদ বেদীতে ভাষা শহীদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও