নখের হলদে ভাব দূর হবে রসুনের জাদুতেই
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪
সুন্দর নখের উপর অনেকাংশেই নির্ভর করে হাতের সৌন্দর্য। সুন্দর পরিষ্কার স্বাস্থ্যবান নখ আপনাকে করে তোলেনিজেকে আরো বেশি আকর্ষণীয়, স্মার্ট, ফ্যাশনবল। তাইতো নিজের সৌন্দর্য ধরে রাখতে নখের সঠিক যত্ন নেয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
তবে অনেক সময় দেখা যায় যে, আমাদের নখ হলুদে ভাব হয়ে যায়। এর কারণ হচ্ছে অতিরিক্ত নেইলপলিশ ব্যবহার এবং নেল আর্ট। মূলত এসব কারণে নখ হলদে হয়ে যায়। নেইলপলিশে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা নখের রং হলদেটে করে দেয়। এছাড়াও রান্না করা, ঘরের কাজ করা ইত্যাদি নানা কারণে নখে দাগ হতে পারে। নখের এই হলদে ভাব ঘরোয়া কিছু উপায়ে দূর করা সম্ভব। উপায়গুলো হলো-
- ট্যাগ:
- লাইফ
- নখের যত্ন
- রসুনের গুণাগুণ