কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীতে হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩১

দেশের বিভিন্ন স্থানে ‘মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর’র অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট’র ব্যানারে এ মানববন্ধন হয়। এতে উপস্থিত বক্তারা বলেন, দেশে একশ্রেণির উগ্রপন্থী মানুষ হিন্দু ও প্রতিমা পূজার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প দিন দিন প্রকট হয়ে উঠছে।

তাদের অভিযোগ, সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের বসবাস ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বক্তারা এ সময় প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির বিধান করার দাবি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও