ডোমারে সমবায় সমিতি: দুই মাসে ছয় কোটি টাকা হাতিয়ে উধাও পরিচালক
গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সমবায় সমিতি চালু করেছিলেন তিনি। সদস্যদের জামানতের বিপরীতে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেন। শুরুতে লাভের টাকাও দেন কয়েকজনকে। এরপরই গ্রাহকদের আগ্রহ বাড়ে। সে সুযোগে মাত্র দুই মাসে গ্রাহকের প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হন তিনি। এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলায়।
অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে সমবায় সমিতির সদস্যদের টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই সমিতির পরিচালক মামুন হাসান মালিক ওরফে আদম সুফিকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব–১৩। গত বুধবার সন্ধ্যায় ঢাকার সাভার থেকে তাঁকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার রংপুরে র্যাব–১৩–এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উধাও
- পরিচালক
- সমবায় সমিতি
- টাকা আত্মসাত