‘চিংড়ি পোকা’র নামে নিধন করা হচ্ছে কোটি টাকার লবস্টার
পটুয়াখালীর উপকূলবর্তী উপজেলা কলাপাড়ায় সাগর থেকে ‘চিংড়ি পোকা’ নাম দিয়ে অসংখ্য গলদা চিংড়ি, কাঁকড়া ও কচ্ছপের বাচ্চা নিধন করছে এক শ্রেণির অসাধু জেলে। উপজেলার কুয়াকাটাসহ অন্তত ২০টি পয়েন্টে এজন্য প্রতিদিন ফেলা হচ্ছে তিন শতাধিক অবৈধ ‘পোকা জাল’।
প্রতিবছর শীতেই ‘চিংড়ি পোকা’ নিধনের নামে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ নিধনে মেতে ওঠে একদল অসাধু মৎস্যজীবী। জানা গেছে, এই কাজে ভোলার চরকুকরি মুকরি, সোনার চর থেকে শুরু করে সুন্দরবনের দুবলার চর পর্যন্ত প্রায় ২ হাজার জেলে জড়িত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.