জিয়ার খেতাব বাতিল করার এখতিয়ার তাদের নেই
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০
মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.) বীর বিক্রম, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ফুটবলার। আশির দশকে জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে অভিষেক। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ হন। পরে বিএনপিতে যোগ দেন। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের রাজনৈতিক গতিপ্রকৃতির পাশাপাশি তিনি বলেছেন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন।