সদরপুরে আড়িয়ালখাঁ নদীর বালু ব্যবসায়ীরা বেপরোয়া : হুমকিতে কৃষি

সংবাদ সদরপুর প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩০

সদরপুর (ফরিদপুর) : এভাবেই বালু ফেলে নষ্ট করা হচ্ছে ফসলি জমি। (ডানে) ড্রেজারে আরিয়াল খাঁ থেকে তোলা হচ্ছে বালি -সংবাদ ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নে আড়িয়ালখাঁ নদী ড্রেজিং করে তীরবর্তী এলাকার প্রায় অর্ধ কিলোমিটার প্রস্থ ও দৈর্ঘ্য ৪ কিলোমিটার জুড়ে ফসলি জমিতে বালু ফেলা হচ্ছে। ঢেকে ফেলা হচ্ছে উঠতি ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।

বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও ফল পাচ্ছে না তারা। প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালীরা কোন ধরনের ইজারা ছাড়াই রাতের আঁধারে দীর্ঘদিন ধরে এসব বালু ও মাটি বিক্রি করে কোটি-কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অপরদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব । এই নিয়ে কথা হয় ভুক্তভোগি কৃষক তৈয়ব খলিফা, আ. রহিম, রানা খলিফা, মোস্তাফার সঙ্গে, তারা জানান আমরা এখন বর্গীদের কবলে আছি, কোন কিছুই বলতে পারছি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও