সোশ্যাল মিডিয়ায় রোমান্সের কথা স্বীকার করলেন আমির-কন্যা ইরা
অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান প্রেমে পড়েছেন। নিজের ইনস্টাগ্রামে সম্পর্কের কথা জানিয়েছেন তিনি। ইরা প্রেমে পড়েছেন তাঁর ফিটনেস ট্রেনার নুপুর শিখারের। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিয়ে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন ইরা খান। একে অপরের প্রেমে হারিয়ে ছবি দিয়ে ইরা খান লিখেছেন, 'তোমাকে প্রতিশ্রুতি দেওয়া সম্মানের।’ এটা লিখে তিনি নুপুরের প্রতি তাঁর ভালোবাসা জাহির করেছেন সোশ্যাল মিডিয়ায়। নুপুর প্রতিক্রিয়ায় 'আই লাভ ইউ’ লিখেছেন। ইরা ও তাঁর পরিবারের সঙ্গে নুপুর অনেক জায়গায় বেড়াতেও গিয়েছেন। তাঁকে সম্প্রতি ইরার এক জ্ঞাতি ভাইয়ের বিয়েতেও দেখা গিয়েছিল, যেখানে আমির খান ও কিরণ রাও উপস্থিত ছিলেন।
এছাড়াও আমির খান ও কিরণ রাওয়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে গির সফরেও গিয়েছিলেন ইরা ও নুপুর। করোনা ভাইরাসের লকডাউনের সময় ইরা ও নুপুর একে–অপরের কাছাকাছি আসেন। সেই সময় তাঁরা শরীরচর্চা করতে শুরু করেন একসঙ্গে এবং তখনই তাঁরা প্রেমে পড়েন। ইরা এবং জুনেদ খান আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তার সন্তান। ইরা গত বছর ইউরিপাইডের নাটক মেডিয়া নাটক প্রযোজনার মাধ্যমে পরিচালকের ভূমিকায় শোবিজে পা রেখেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.