![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fba63fd5d-8fd1-4149-ab78-eac3e834b8b4%252F074718BOGURA_DH0612_20210208_ADAMDIGHI_PIC_08_02.png%3Frect%3D0%252C33%252C1800%252C945%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নওগাঁর রানীনগরে পোস্ট অফিসের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে কাজ
নওগাঁর রানীনগর উপজেলা পোস্ট অফিসের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম। ভবনের ছাদের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় আছেন সেখানের কর্মকর্তারা।
উপজেলা পোস্ট অফিস থেকে জানা যায়, বর্তমানে একতলা ভবনে কর্মরত আছেন ৫ জন। স্বাধীনতার আগে নির্মিত ভবনটি দুই বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে ডাক অধিদপ্তর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুঁকিপূর্ণ ভবন
- পরিত্যক্ত ভবন