কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রী-শাহ দীর্ঘদিনের বন্ধু, দাবি দীনেশের

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৪

বিশ্বনাথপ্রতাপ সিংহের সময় থেকেই তিনি বণিক গোষ্ঠীর আস্থাভাজন। তাই বলে কচ্ছের এই ব্রাহ্মণসন্তানের গণভিত্তি রয়েছে, এমন তাঁর পরম মিত্রকেও বলতে শোনা যায়নি। এ হেন দীনেশ ভাই ত্রিবেদী পশ্চিমবঙ্গে ভোটের মুখে কোন সমঝোতায় তাঁর রাজ্যসভার দীর্ঘ বকেয়া (প্রায় সাড়ে পাঁচ বছর) মেয়াদকে জলাঞ্জলি দিয়ে তৃণমূল ছাড়লেন, সেই প্রশ্ন আজ ঘুরছে রাজনৈতিক শিবিরে।

রাজনৈতিক সূত্রের বক্তব্য, মুখে ‘অন্তরাত্মার ডাক’ বলছেন ঠিকই। কিন্তু তাঁর বিজেপি-তে যাওয়ার ডাক নেহাতই কিছু সময়ের অপেক্ষা মাত্র। যা আজ আরও স্পষ্ট হয়ে গেল একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে। বিজেপি-র নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দীনেশকে বিজেপি-তে স্বাগত জানিয়ে বললেন, ‘‘আপনি শুধু ব্যাটসম্যানই নন, খুব ভাল বোলারও! আশা করব, আরও কয়েকটা উইকেট নেবেন!’’ তাঁর কথায়, ‘‘বিজেপি-তে আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে আমরা এক সঙ্গে পশ্চিমবঙ্গে এমন সরকার গড়তে চাই যা সুশাসন এনে দেবে।’’ সহাস্য দীনেশ বলেন, ‘‘‘আমার সঙ্গে নরেন্দ্রভাই, অমিতভাইয়ের সম্পর্ক সব সময়ই ভাল।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও