![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F4ee1859f-89a3-4139-926e-1db10dd2d0c9%252FBeauty.jpg%3Frect%3D112%252C0%252C2453%252C1288%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
রূপচর্চায় নতুন জোয়ার
প্রথম আলো
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৫
প্রলয়ংকরী বন্যার পর যেমন তা ভূমিতে উর্বর পলিমাটি রেখে যায়, তেমনি এই মহামারির দুঃসময় আমাদের যা কিছু ভালো জিনিস উপহার দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জীবনের জন্য সত্যিকারের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো অনুধাবন করা। এখন সারা বিশ্বেই মানুষ নিজেকে ভালো রাখার সব রকম চেষ্টা করছে প্রাণপণে।
নিজের সুস্থ, সুন্দর জীবনের মূল্যটাই যে সবচেয়ে বেশি, করোনার প্রভাব দেখে তা আর বুঝতে বাকি নেই আমাদের। নিজের স্বাস্থ্যের যত্নের এক অপরিহার্য অংশ হচ্ছে ত্বক ও চুলের যত্ন নেওয়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের মানুষ এখন অভিনব সব উপায় অবলম্বন করে নতুন আঙ্গিকে দেখছে রূপচর্চার এই পুরো ব্যাপারকে।