কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিকাদান কর্মসূচির সূচনা

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৭

আজ থেকে সারা দেশে করোনার টিকা দেওয়ার যে কর্মসূচি শুরু হতে যাচ্ছে, তাকে আমরা স্বাগত জানাই। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ টিকা সংগ্রহের ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে এবং সে কারণেই দ্রুত এ কর্মসূচি শুরু করা যাচ্ছে। কিন্তু টিকাদান কর্মসূচির প্রস্তুতি, টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন, জনগণের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ এবং এ নিয়ে প্রচার-প্রচারণার ক্ষেত্রে অনেক ঘাটতি ও সমস্যা দেখা যাচ্ছে। এ দিকগুলোতে নজর দিতে না পারলে এ কর্মসূচি সফল করা কঠিন হবে।

বাংলাদেশের কাছে বর্তমানে ৭০ লাখ ডোজ টিকা রয়েছে, যা দিয়ে ৩৫ লাখ লোককে টিকা দেওয়া সম্ভব। গতকাল শনিবার সরকারের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে এ পর্যন্ত মাত্র তিন লাখ লোক টিকার জন্য নিবন্ধন করেছেন। যে বৈশ্বিক মহামারি আমাদের বিপর্যস্ত করে ফেলেছে, যে করোনাভাইরাসের টিকার জন্য বিশ্বব্যাপী এত অধীর অপেক্ষা, সেই টিকা নেওয়ার জন্য বাংলাদেশে এ স্বল্পসংখ্যক লোকের নিবন্ধনের বিষয়টি বিস্ময়কর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও