৪ দফা দাবিতে শাহবাগে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও)
শর্ট সিলেবাসে পরীক্ষা, দ্রুত ক্লাস চালু, সেশন জট ও বাড়তি ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শুরু হয় বিক্ষোভ। এতে যোগ দেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষাথীরা।
শিক্ষার্থীরা তাদের স্লোগানে বলেন, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘এক দেশে দুই নীতি-চলবে না চলবে না’।