You have reached your daily news limit

Please log in to continue


১৮০ বছর বাঁচতে ১ মিলিয়ন ডলার খরচ!

দীর্ঘায়ু পেতে কেনা চায়? আর সেই কাঙ্খিত দীর্ঘায়ু পেতে সম্প্রতি ১ মিলিয়ন ডলার (৮ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা) খরচ করেছেন এক ধনকুবের। তিনি দাবি করেছেন, স্টেম সেল প্রবেশের পদ্ধতিতে ১০০ বছরের একজন মানুষও ৪০ বছর বয়সীদের মতো সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে পারবেন। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে ১২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফ্রান্সের নাগরিক জিয়ান্নি লুইস ক্যালমেন্ট। ১৯৯৭ সালে মৃত্যুর সময় তার বয়সের কাঁটাটি এযাবৎ সবচেয়ে বেশি আয়ুষ্কালের রেকর্ড হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। ক্যালমেন্টের এই রেকর্ডকে ভেঙ্গে ১৮০ বছরে পৌঁছুতে চান মার্কিন ধনকুবের ডেভিড এসপ্রে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন