সম্পদের সামাজিক মালিকানতেই মুক্তি!

প্রথম আলো এন এন তরুণ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০০

পুঁজির মালিককে আরও পুঁজি আহরণে তাড়িত করে—কার্ল মার্ক্সের এই তত্ত্বের মধ্যেই নিহিত রয়েছে মানবজাতির সামষ্টিক সুখের জন্য সম্পদের মালিকানার গুরুত্ব। বস্তুত সম্পদের মালিকানা কার হাতে থাকবে, তাই মানবজাতির সামষ্টিক সুখের নির্ণায়ক।

সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকলে উৎপাদনযন্ত্রের মালিকানাও ব্যক্তির হাতে থাকবে, বাজার থাকবে, মুনাফা থাকবে, শ্রমের কেনাবেচা হবে, বাজারের মধ্যেই মজুরি নির্ধারিত হবে, সম্পদের মেরুকরণ হবে অর্থাৎ মুষ্টিমেয় মানুষের হাতে সিংহভাগ সম্পদ চলে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও