আফগানিস্তানে দু’পক্ষের যুদ্ধে ২৬ জন নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় শুক্রবার তুমুল লড়াইয়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান যোদ্ধা রয়েছে। জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি একথা জানান। খবর সিনহুয়ার।
সাফি সিনহুয়াকে বলেন, ‘এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। এতে পাঁচ বিদ্রোহীসহ আরো ৯ জন আহত হয়।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তালেবান
- মুক্তিযুদ্ধে নিহত