বাংলাদেশের জলসীমানায় বেড়েছে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বেড়েছে। গত দুমাসে সমুদ্রসীমা লঙ্ঘন করে এ দেশের জলসীমানায় মাছ ধরার অভিযোগে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন উপকূল এলাকা থেকে চারটি ফিশিং ট্রলারসহ ৬১ জন ভারতীয় জেলেকে আটক করেছে।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এ দেশের জলসীমানায় ধরা পড়া বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ। ভারতীয় জেলেরা অবৈধভাবে এসে অবাধে মাছ শিকার করে নিয়ে যাওয়ায় সমুদ্রে মাছ পাচ্ছেন না দুবলার চরের গভীর সমুদ্রগামী জেলেরা। শূন্য পড়ে রয়েছে দুবলার চরের শত শত শুঁটকি তৈরির মাচা। কেনাবেচা কমে গেছে চরের আলোরকোলের দোকানপাটেও।