গ্রামবাংলায় জোর দিয়েই কি আজ রাজ্য বাজেট
আজ, শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবে পশ্চিমবঙ্গ সরকার। সামনেই বিধানসভা ভোট। তাই, দ্বিতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। বিকেল ৪টেয় বাজেট পেশ করা হবে। রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেটই পেশ করবে, তবে ভোট আসন্ন বলে বিধানসভার কাছে আগামী তিন মাসের খরচের অনুমোদন চাওয়া হবে। যা ভোট অন অ্যাকাউন্ট হিসেবে পরিচিত।
অর্থ দপ্তর সূত্রের খবর, অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্র এ বারের বাজেট সম্ভবত পেশ করতে পারবেন না। তাঁর বদলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশ করার সম্ভাবনা। কে বাজেট পেশ করবেন, সেটা আজ দুপুর ২টোয় বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকের পর পরিষ্কার হবে। ১৯৮৬ সালে বামফ্রন্ট জমানায় অর্থমন্ত্রী অশোক মিত্র পদত্যাগ করায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাজেট পেশ করেছিলেন। কিন্তু অর্থমন্ত্রী আছেন, তাঁর অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রীকে বাজেট পেশ করতে হচ্ছে, এমন নজির নেই বলে বিশেষজ্ঞদের অনেকে জানাচ্ছেন।