কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘শব্দ করে পড়ার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে’

প্রথম আলো জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের উচ্চারণ ও শব্দ করে পড়তে হয়। শিক্ষকেরা শুনে কোনো ভুল থাকলে তা শুধরে দেন। শিক্ষাপ্রতিষ্ঠানেও শব্দ করে পড়ার ঐতিহ্য ছিল। তবে ধর্মীয় প্রতিষ্ঠানে থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই চিত্র হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

আরেফিন সিদ্দিক বলেন, অনেক বড় কর্মকর্তা যখন কথা বলেন তখন তাঁরা যে ভুল বলছেন, তা বোঝা যায়। ছোটবেলায় শেখা ভুলটা থেকেই যায়। উচ্চারণ শেখার জন্য শব্দ করে পড়ার কোনো বিকল্প নেই। নীতিনির্ধারকদের বিষয়টি বিবেচনায় নিতে হবে। সন্তান বাসায় শব্দ করে পড়ছে কি না, সে বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও