You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের উচ্চপর্যায়ে আলোচনা বেআইনি প্রমাণিত হলে ব্যবস্থা

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক মেম্বার শেখ সাইফুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাতে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দিয়েছিলেন এই এলাকার সাংসদ শাহীন চাকলাদার। এ জন্য প্রয়োজনে ওসিকে থানায় বোমা মেরে বা কোনো ইটভাটায় পুলিশ পাঠিয়ে বোমা মেরে ‘ডাকাতির উদ্দেশে বোমা হামলা’ মামলা দিতে বলেছিলেন তিনি। পুলিশকে অনৈতিক এ অবৈধ কাজ করতে একজন সাংসদের পক্ষ থেকে চাপ দেওয়ার ঘটনা বাহিনীর উচ্চপর্যায় থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে পুরো ঘটনা এবং ফাঁস হওয়া সাংসদ (যশোর-৬) শাহীন চাকলাদারের সঙ্গে ওসির কথোপকথনের অডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অডিও ফাঁসের পর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় করা সাইফুল্লাহর সাধারণ ডায়েরির (জিডি) পর অনুসন্ধান শুরু করেছে স্থানীয় পুলিশ। পাশাপাশি সাইফুল্লাহর নিরাপত্তার জন্য সাদাপোশাকে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন