
ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী আর্চার
'লঙ্কা জয়' করে ভারতে এসে আত্মবিশ্বাসী রুটবাহিনী। ইংল্যান্ড অলরাউন্ডার জোফরা আর্চার ভারতে ভালো পিচ পাওয়ার ব্যাপারে আশাবাদী। আর সেই পিচে ভারতীয় স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। শুধু তাই নয়, ভারতে সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী এই ইংল্যান্ড পেসার।
ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চিপকে। ইতোমধ্যেই দুই দল চেন্নাই পৌঁছেছে। শ্রীলঙ্কা সফর শেষ করে ভারতে এসেছে জো রুটেরা। লঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে সিরিজ ২-০ জিতেছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে সিরিজ একপেশে হবে না বলে মনে করেন আর্চার। ইংল্যান্ড দলেও ভালো স্পিনার রয়েছে বলেও জানান তিনি।
- ট্যাগ:
- খেলা
- আশাবাদী
- সিরিজ জয়
- ক্রিকেটার
- জোফরা আর্চার