কেন সৌদি-ইরান বিবাদে মধ্যস্থতার প্রস্তাব দিল কাতার - BBC News বাংলা
তিন বছর ধরে যেসব কারণে সৌদি আরব এবং আরও দুটি উপসাগরীয় দেশ কাতারকে একঘরে করেছিল, তার অন্যতম কারণ ছিল দোহার সাথে তেহরান এবং আঙ্কারার ঘনিষ্ঠতা। এ মাসের গোড়ায় সৌদি আরব এবং তার মিত্ররা যখন সেই অবরোধ তুলে নেয়, কাতার তখন পরিষ্কার জানিয়ে দেয় তুরস্ক এবং ইরানের সাথে তার সম্পর্ক অব্যাহত থাকবে।
শুধু তাই নয়, কাতার এখন সৌদি আরব এবং উপসাগরীয় প্রতিবেশীদের খোলাখুলি পরামর্শ দিচ্ছে তারা যেন ইরানের সাথে বিবাদ জিইয়ে না রেখে আপোষ মীমাংসার উদ্যোগ নেয়। প্রয়োজনের সেই মীমাংসায় মধ্যস্থতা করার প্রস্তাবও দিচ্ছে কাতার।