![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F84eb5dc8-d5ce-4810-b230-e5b80ba92b90%252FPhoto_shared_by_VD_Nat_Forever.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
তুরস্কের ব্যয়বহুল হোটেলে বরুণ-নাতাশার মধুচন্দ্রিমা
বেশ কিছু দিন ধরেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান আর নাতাশা দলালের বিয়ে নিয়ে চলছে আলোচনা। এবার এই নবদম্পতির মধুচন্দ্রিমাকে ঘিরে শুরু হয়েছে ফিসফাস। জানা গেছে, তুরস্কের একটি সমুদ্রসৈকতের ব্যয়বহুল এক হোটেলে তাঁরা তাঁদের জীবনের বিশেষ দিনগুলো কাটাতে যাচ্ছেন।
গত ২৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন বরুণ আর তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা। সব রীতিনীতি মেনে তাঁদের বিয়ে হয়। বলিউডের এই রোমান্টিক জুটির বিয়েতে জাঁকজমকের কোনো কমতি ছিল না।