দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে তৃণমূলের রাজনীতিও ধ্বংস হচ্ছে
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজন আশীর্বাদের চেয়ে অভিশাপে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞ এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, সরকারদলীয় রাজনৈতিক প্রভাব সর্বত্রই। তাদের মনোনীত প্রার্থীর সামনে কোনো প্রতিদ্বন্দ্বী আর দাঁড়াতেই পারছে না।
পৌরসভা , চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ চলমান স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জাগো নিউজের সঙ্গে আলাপচারিতায় ড. বদিউল আলম এ কথা বলেন। এসময় রাজনীতি, গণতন্ত্র নিয়েও মতামত ব্যক্ত করেন সুজন সম্পাদক।