ড. কামাল হোসেন সংবিধানকে সমসাময়িক করতে বলেছেন: সংস্কার কমিশন
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ২০:৫৪
সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন সংবিধান বিশেষজ্ঞ এবং গণফোরামের ইমেরিটাস প্রেসিডেন্ট ড. কামাল হোসেন। দেশের বর্তমান সংবিধানকে সমসাময়িক করার কথা বলেছেন তিনি।
আজ শনিবার সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা তার সঙ্গে দেখা করলে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা ড. কামাল হোসেনের সঙ্গে তার মতিঝিলের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ অপর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।