‘কাঁচা হাতে’ ঢাকায় আইনশৃঙ্খলা ফিরবে কতটা?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৪৮
ঢাকার মোহাম্মদপুর থানায় ২২ অক্টোবর দুপুরে একদল যুবক এসে জানালেন, বেড়িবাঁধ এলাকায় গন্ডগোল হয়েছে। স্থানীয় যুবকদের সঙ্গে কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত, পুলিশের সহায়তা চাইছেন তারা। কিন্তু থানার দায়িত্বরতরা ঠাওর করতে পারছিলেন না ঘটনাস্থল তাদের থানায় পড়েছে কি না।
খোদ ওসি বুঝতে না পেরে আশপাশের থানায় যোগাযোগ করলেন। বিভিন্ন জনের সঙ্গে আলাপ করে তিনি নিশ্চিত হলেন, ওই এলাকা তার থানার আওতাধীন। কিন্তু ওই এলাকার ফাঁড়ি কার্যকর না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছিলেন না।
ফোর্স সংকটের পাশাপাশি বাইরে থেকে বদলি হয়ে আসা সদস্যদের নিয়ে অনেক ঝামেলাতেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারার কথা স্বীকার করেন ওসি আলী ইফতেখার হাসান। ঢাকার বাস্তবতা বুঝতে আর অলিগলি চিনতে যে বেগ পেতে হচ্ছে, তা স্বীকার করেছেন ঢাকায় আসা নতুনরাও।