কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই রোহিঙ্গার পাসপোর্ট করার চেষ্টা মামলায় পৌর কাউন্সিলর কারাগারে

প্রথম আলো সুনামগঞ্জ সদর প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৪৪

সুনামগঞ্জে প্রতারণার মাধ্যমে দুই রোহিঙ্গার পাসপোর্ট করার চেষ্টা মামলায় সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর হোসেন আহমদ ওরফে রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার তিনি জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। হোসেন আহমদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-১–এর দায়িত্বে আছেন।

কাউন্সিলর হোসেন আহমদকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ। ওই মামলায় ২০ জানুয়ারি পৌর মেয়র নাদের বখত, কাউন্সিলর হোসেন আহমদ, জেলা আইনজীবী সমিতির সদস্য কাওসার আলমসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২১ জানুয়ারি পৌর মেয়র নাদের বখত ও আইনজীবী কাওসার আলম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের আবেদন মঞ্জুর করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও