দক্ষিণ চীন সাগরে মার্কিন উপস্থিতি নিয়ে বেইজিংয়ের হুঁশিয়ারি
দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি জানিয়েছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র প্রায়ই সেখানে জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে। যা শান্তির জন্য ভালো নয়। তাইওয়ান নিয়ে উত্তেজনার মধ্যেই বিতর্কিত দক্ষিণ চীন সাগরের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী প্রবেশের পর এই মন্তব্য করলো বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন হয়। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটি। বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করেছে। এছাড়া তাইওয়ান নিয়েও উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.