দেশে করোনার টিকা এসেছে। আগামী বুধবার টিকা দেওয়া শুরু হবে। তবে টিকা নিয়ে মানুষের মনে আছে নানা প্রশ্ন। অনেকের মনে টিকা নিয়ে সন্দেহ আছে। অনেকে টিকা নেবেন কি না, তা নিয়েও দ্বন্দ্বে আছেন।
কী কী প্রশ্ন মানুষের মনে আসতে পারে, তার কিছু নমুনা তুলে ধরার চেষ্টা হয়েছে সরকারের কোভিড-১৯ টিকাদান সহায়িকায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রশ্ন ও উত্তরগুলো প্রথম আলোর পাঠকের জন্য তুলে দেওয়া হলো।
১: কোভিড-১৯ টিকা কাদের দেওয়া হবে?
উত্তর: জাতীয় কোভিড-১৯ টিকাদান ও কর্মপরিকল্পনা অনুসারে অগ্রাধিকারভিত্তিক তালিকা অনুযায়ী সবাইকে টিকা দেওয়া হবে। এর মধ্যে আছে: ১. সরকারি স্বাস্থ্যকর্মী, ২. বেসরকারি স্বাস্থ্যকর্মী, ৩. বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, ৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৫. প্রতিরক্ষাকাজে নিয়োজিত বাহিনীর সদস্য, ৬. রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কর্মকর্তা, ৭. নির্বাচিত জনপ্রতিনিধি, ৮. গণমাধ্যমকর্মী, ৯. সিটি করপোরেশন ও পৌরসভার কর্মী, ১০. ধর্মীয় প্রতিনিধি, ১১. মরদেহ সৎকারকাজে নিয়োজিত ব্যক্তি, ১২. জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, ১৩. নৌ-রেল-বিমানবন্দরে কর্মরত ব্যক্তি, ১৪. মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি কার্যালয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং ১৫. ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী। চিঠিতে নির্দিষ্ট ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে। তাতে অন্যান্য তথ্যের সঙ্গে নাম, পেশা ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে বলা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.