প্রতিবছর শীতের মৌসুমে বেশ ভুগতে হয় ছয় বছর বয়সী অহনাকে। এবারও শীত আসার পর ঠাণ্ড, সর্দি, জ্বরে আক্রান্ত হয়েছে সে। তার মধ্যে বিপদ বাড়িয়েছে ধুলোর অত্যাচার।