স্কুলের সঙ্গে ব্যাটারি কারখানা, ধোঁয়ায় শিশুদের শ্বাসকষ্ট-চোখজ্বালা
নরসিংদীর শিবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ব্যাটারি নির্মাণ কারখানার তৈরি করা হয়েছে। এর বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় ১০০ নম্বর পুরান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর তার সীমানা ঘেঁষেই রয়েছে এশিয়া কার বিডি লিমিটেড নামের কারখানাটি।
এখানে পুরাতন ব্যাটারি ভেঙে ও পুড়িয়ে বের করা হয় সীসা। এই ব্যাটারি পোড়ানোর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। বায়ুদূষণের পাশাপাশি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা যায়, কারখানা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ হাজার হাজার মানুষের আবাসস্থল। অথচ, এমন একটি জনবসতিপূর্ণ এলাকায় পোড়ানো হচ্ছে পুরাতন ব্যাটারি।
বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক অলিউল্লাহ বলেন, “এখানে পুরাতন ব্যাটারি পুড়িয়ে নতুন ব্যাটারি তৈরি করা হয়। বিষাক্ত বর্জ্য পোড়ানোর ফলে কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ার গন্ধে এলাকার পরিবেশ ও জনজীবন বিষিয়ে ওঠেছে। বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী। আমরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিব মিয়া বলেন, “প্রায় সময় বিষাক্ত ধোঁয়া বিদ্যালয়কে আচ্ছন্ন করে রাখে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। কোমলমতি শিশুরা ঠিকমত নিঃশ্বাস নিতে পারছে না। এরই মধ্যে শিক্ষক ও শিশুদের অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। অনেকের চোখে সমস্যা দেখা দিয়েছে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- ব্যাটারি
- প্রাথমিক বিদ্যালয়
- কারখানা