কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গর্ভবতীদের নাক ডাকলে সাবধান, বিপদ হতে পারে সন্তানের!

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১৪:২৫

ঘুমের মধ্যে নাক ডাকা মানে ঘুমের ব্যাঘাত ঘটা। এটা তো আমরা জানিই। কিন্তু গর্ভবতী মহিলারা যদি ঘুমের মধ্যে নাক ডাকেন তাহলে তাঁর গর্ভস্থ সন্তানের পক্ষে তা ক্ষতিকর হতে পারে বলে একটি সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে। এই গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভবতীরা যদি ঘুমের মধ্যে নাক ডাকেন, তবে তা বিপদ ডেকে আনতে পারে তাঁর গর্ভস্থ সন্তানের। চমকে দেওয়ার মতো এই তথ্য মিলেছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায়৷

১৬৭৩ জন গর্ভবতী মহিলাদের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে ৩৫ শতাংশ গর্ভবতী মহিলা ঘুমের মধ্যে নিয়মিত ভাবে নাক ডাকেন। দেখা গিয়েছে এই মহিলাদের সন্তানের জন্ম দিতে গিয়ে জটিলতা দেখা দিয়েছে এবং তাঁদের সন্তানের ওজনও কম হয়েছে। গবেষকদের দাবি, যে গর্ভবতী মহিলারা সপ্তাহে কমপক্ষে তিন রাত্রি নাক ডাকেন, তাঁদের সন্তানের ওজন অন্যান্য মহিলাদের সন্তানের তুলনায় অনেকটাই কম হয়৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও