গ্যাসের সমস্যা দূর করবে এই চা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ১১:০৪
বেশির ভাগ মানুষ যখন তখন পেটে গ্যাস জমে যাওয়ার সমস্যায় ভোগেন। আর এই গ্যাস জমে গেলে পেট ভার লাগতে শুরু করে। এরপর পেটে ব্যথা, হাঁশফাঁশ অবস্থা, বমি বমি ভাব। গ্যাস দূর না হওয়া পর্যন্ত মেলে না স্বস্তি।
গ্যাসের এই সমস্যা থেকে মুক্তি পেতে ওষুধের সাহায্য নেন প্রায় সবাই। তবে সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন এই চা। চলুন তবে জেনে নেয়া যাক যেসব চা খেলে অ্যাসিডিটির সমস্যা দূর হবে সে সম্পর্কে-
আদা চাঃ পেটের যেকোনো সমস্যায় আদার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। অনেকে কাঁচা আদাও চিবিয়ে খেয়ে থাকেন। আদা চা খাওয়ার প্রচলন আমাদের মধ্যে যথেষ্ট রয়েছে। শুধু ঠাণ্ডা-কাশিতে নয়, আদা চা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্যও উপকারী।