শাসনামলের শুরু থেকেই কর্মতৎপরতা দেখাচ্ছেন জো বাইডেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় করোনা মোকাবেলা কৌশলপত্র ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন নির্বাহী আদেশে সই করায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের করোনা পরীক্ষা করে ফ্লাইটে ওঠা বাধ্যতামূলক হতে যাচ্ছে। এছাড়া টিকাদান প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং করোনা পরীক্ষা ও মাস্কের উৎপাদন বাড়াতে আরও নির্বাহী আদেশ সইয়ের পরিকল্পনাও আছে বাইডেনের।
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ১৫টি নির্বাহী আদেশে সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো, প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়া। আর এবার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নির্বাহী আদেশ সই। সবমিলিয়ে শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের সাথে নীতি ও কাজে সুস্পষ্ট পার্থক্য গড়ে তুলছেন জো বাইডেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.